info@desherkhabor24.com

+8801821554477

উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহারের উপর গুরুত্বারোপ সিম্পোজিয়াম

image for উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহারের উপর গুরুত্বারোপ সিম্পোজিয়াম

ঢাবি প্রতিনিধি:

দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাপান সোসাইটি ফর দি প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এবং বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিম্পোজিয়াম আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি অধ্যাপক ড. এম আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার তাকাহাশি নাওকি (Takahashi Naoki) এবং  ব্যাংককের জেএসপিএস আঞ্চলিক কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. ওতানি ইওশিয়ো (Prof. Dr. Otani Yoshio) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম। সিম্পোজিয়াম আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইয়ারুল কবীর ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উদীয়মান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং জাপানের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী সিম্পোজিয়ামের ৫টি টেকনিক্যাল সেশনে বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন করেন। টেকনিক্যাল সেশন শেষে বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।