info@desherkhabor24.com

+8801821554477

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

image for লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

 লালমনিরহাটর হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন।

‎আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার সূচনা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল কলেজ বাজার, লালমনিরহাটের সমসের আলীর ছেলে।

‎ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান, চালক সোহেল মোটরসাইকেলযোগে হাতীবান্ধা হতে বড়খাতা যাচ্ছিলেন। সূচনা হলের সামনে পৌঁছলে সামন দিক থেকে আসা লালমনিরহাটগামী পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সোহেল।


‎খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।

‎হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।