info@desherkhabor24.com

+8801821554477

হাতীবান্দায় নবীণবরণ, কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত

image for হাতীবান্দায় নবীণবরণ, কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত

আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের নবীণবরণ, এসএসসি-২৪ কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎আজ রোববার (২৩ ফেব্রুয়ারী) সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে মাহবুব উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম।

‎উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

‎নাজমুল কায়েস হিরু তার বক্তব্যে বলেন, অন্যের রেজাল্টে কেউ যদি খুশি হয় সেটা একমাত্রই শিক্ষক। অন্যের সন্তানের ভালো চায় সেটা শুধুমাত্র একজন শিক্ষকই। তাদের টাকা দিয়ে খুশি করাতে পারবেনা তারা শুধু রেজাল্টের মাধ্যমেই খুশি হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, মানবিক মানুষ হতে হবে এবং বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।