info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের কনস্টেবলসহ দুইজন আটক

image for ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে  পুলিশের কনস্টেবলসহ দুইজন আটক

মাহবুব পিয়াল, ফরিদপুর :
ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুইজন কে গণধলাই দিয়ে আটকে রাখে স্থানীয়রা। পরে খরব পেয়ে কোতয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করে। আটক পুলিশের কনস্টেবল মোঃ মামুন শেখ(৩২) সম্প্রতি কোতয়ালী থানা থেকে ঢাকার ডিএমপিতে বদল হলেও চাকুরিতে অনুপস্থিত। অপরজন হলো শহরের আলিপুর এলাকার আারাফত রহমান আগুন(২৮)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।


ছিনতাই এর শিকার হন ফরিদপুর সদরের ইউনিয়নের পিয়ারপুর গ্রামের জিসান আহমেদ।
জিসান জানায়, সে আলালপুর এলাকায় একটি ড্রিল মেশিনের গ্যারেজে চাকরি করে । গত বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি যখন কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল তখন দুই ছিন্তাইকারীর কবলে পড়েন। তারা তাকে চড় থাপ্পড় মারে এবং তার পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে যায়।
পরের জিসান এলাকাবাসীর সহায়তায়িকাদের ধাওয়া করে শহরের বাইপাস রোড এলাকা থেকে দুইজনকে আটক করে।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসাদউজ্জামান আটকের বিষয় নিশ্চিত করে জানান, রাতে বাইপাস সড়কে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য কে গণধোলাই দিয়ে আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুই জনকে উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।  আটক পুলিশ কনস্টেবল মামুন শেখ গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজাভ পুলিশে নেয়া হয়। তারপর দুদিন পর তাকে ডিএমপিতে বদলি করা হয়। সে সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিল বলে জানা যায়।এ বিষয়ে অভিযোগ অনুযায়ী  আইনগত ব্যবস্থা নেয়া হবে।