info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুর ‌ সুপার মার্কেট ‌ দোকান মালিক ‌ সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

image for ফরিদপুর ‌ সুপার মার্কেট ‌ দোকান মালিক ‌ সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরপ্রতিনিধি:
ফরিদপুর ‌ সুপার মার্কেট ‌ দোকান মালিক ‌ সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‌ বিক্ষোভ মিছিল। ফরিদপুর পৌরসভার সামনে ‌ মানববন্ধন ‌ এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‌ জেলা প্রশাসক বরাবর ‌ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় সুপার মার্কেট  দোকান মালিক সমিতির  কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আলাওল হোসেন তনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান চৌধুরী, কক্ষ মালিক মোহাম্মদ রাজিব, মোঃ আবুল কালাম, ডাক্তার মোঃ আফজাল। সভায় বক্তারা বলেন সুপার মার্কেটের  কোন সুরাহা না হওয়ার কারণে তাদের ব্যবসার মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

এর ফলে বিভিন্ন স্থানে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তারা অবিলম্বে এই সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসকের নিকট দাবি জানান।