info@desherkhabor24.com

+8801821554477

‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদ্যাপন উপলক্ষ্যে সেমিনার

image for ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদ্যাপন উপলক্ষ্যে সেমিনার

ঢাবি প্রতিনিধি:
ইউনেস্কো ঘোষিত ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এক সেমিনার আজ ১৪ নভেম্বর  ২০২৪ বৃহস্পতিবার আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের প্রাক্তন অফিস প্রধান ও ইনফরমেশন স্পেশালিস্ট ড. মো. মনিরুজ্জামান এবং ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন এন্ড ইনফরমেশন সেক্টরের প্রধান মিজ নূরে জান্নাত প্রমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।


প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ মিথ্যা সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে সঠিক তথ্যসূত্রের উপর নির্ভরশীলতা ও জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য, মিথ্যা সংবাদ ও অপপ্রচারের কারণে আমাদের সামাজিক, পারিবারিক ও কর্মজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বিভিন্ন প্রাতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।