info@desherkhabor24.com

+8801821554477

আড়ম্বরপূর্ণ পরিবেশে মাদারীপুরে কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

image for আড়ম্বরপূর্ণ পরিবেশে মাদারীপুরে কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে বুধবার সকাল ১০ টায় এক আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার মাদারীপুর জেলা প্রতিনিধি কে এম, রাশেদ কামাল।

চ্যানেল আইয়ের সাংবাদিক প্রভাষক রাহাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শেখ মোঃ মুরসালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস ও শফিক স্বপন। ‌ আলোচনা সভার পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি। এতে অংশগ্রহণ করেন মাদারীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।