info@desherkhabor24.com

+8801821554477

ভারতের সেবা দাস হয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল হাসিনা-মিয়া গোলাম পরওয়ার

image for ভারতের সেবা দাস হয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল হাসিনা-মিয়া গোলাম পরওয়ার

মাদারীপুর প্রতিনিধি: 
শেখ হাসিনা ভারতের সেবা দাস হয়ে সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ১৩ জানুয়ারি ২৪ সোমবার দুপুর ৩টায় মাদারীপুর জেলা জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শেখ মুজিব স্বাধীনতা উত্তর ক্ষমতা এসে অল্পদিনের মধ্যে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলেন। সারাজীবন তিনি গণতন্ত্রের কথা বললেন, যখনই তিনি ক্ষমতায় আসলেন তখন এই ক্ষমতা আসার পার্লামেন্টেরী সিস্টেম আপডেট ডেমোক্রেসি তিনি বন্ধ করে দিলেন। তিনি নিজের রাষ্ট্রপতি সাজলেন, সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিলেন এবং সরকারের পছন্দের চারটি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন। বাকশাল কায়েম করলেন। গণতন্ত্রের সিঁড়িটা শেখ মুজিব ফেলে দিলেন।‌ গণতন্ত্রের ওঠা-নামা সিঁড়ি না থাকায় তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধপাশ করে পড়ে যেতে হলে তাকে। হাচিনাও ১৪, ১৮, এবং ২৪ এর নির্বাচনে  ওঠানামার  এই গণতন্ত্রের পথকে রুদ্ধ করে একাই কর্তৃত্ববাদী শাসন কায়েম করে অত্যাচারী শাসকে রূপান্তরিত হয়েছিল। সে ভেবেছিল, যতদিন সে বেঁচে থাকবে ততদিন কেউ ক্ষমতায় আসতে পারবে না।
 
তিনি বলেন, এই ৫ আগস্টের পরিবর্তনের পরে জামাতে ইসলামী বাদী হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান কায়েমের জন্য আদালতে মামলা করেছি। এবং আমরা আদালতে সুবিচার পেয়েছি। ইনশাল্লাহ সামনে অবশ্যই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনার কাছে পার্লামেন্টের মূল্য ছিল না, আদালতের মূল্য ছিল না, আর এ কারণেই কিন্তু জুলাই এর গণঅভ্যুত্থানে ৫ ই আগস্ট কোটি কোটি মানুষ রাস্তায় নেমে কোটার দাবী কথা ভুলে হাসিনার পতনের জন্য এক দফা দাবি করতে লাগলো। 
তিনি আরো বলেন, পলায়ন করার চার দিন আগে জামাত শিবির কে নিষিদ্ধ করেছিলেন হাসিনা। আর পাঁচদিনের মাথায় শেখ হাসিনাই নিষিদ্ধ হয়ে গেল। জামাত শিবিরকে আল্লাহ তা'আলা মর্যাদার উচ্চ আসনে উন্নীত করে দিল।

মাদারীপুর লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম, হামিদুর রহমান আজাদ। জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেছুর রহমান এর সভাপতি অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।