info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

image for ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি।
নানা আয়োজনের মধ্যদিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম-বিএফএফ এর সহযোগীতায় ও এএলআরডি এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী  অফিসার আবুল কালাম মো: লুৎফর রহমান।

বিএফএফ এর নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে সভায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালন মাশউদা হোসেন, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, মানবাধিকার ও নারী নেত্রীএ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না, কৃষানী আফরোজা বেগম, শিউলী আক্তার সহ অন্যান্যরা।

এর আগে গ্রামীন নারী কৃষানীদের অধিকার নিশ্চিতে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।