info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৭ জন

image for ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৭ জন

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জনের মতো মঙ্গলবার ভোর রাত টার দিকে দুর্ঘটনা ঘটে

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে এসময়  গাড়ির বড়ি কেটে আটকে পড়া আহত যাত্রী নিহতদের লাশ উদ্ধার করা হয় আহত ২৭ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতদিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়

সরেজমিনে দেখা যায়, এসময় গ্রীন এক্সপ্রেস বাসটি নির্দিষ্ট সাইড থেকে বিপরীতমুখি সাইডে চলে গেলে দুর্ঘটনা ঘটে নিহতদের সকলে খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলো বলে হাইওয়ে থানার ওসি নিশ্চিত করেন তিনি জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে

হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি তাদের পরিচয় নিশ্চিত হতে কাজ চালাচ্ছে পুলিশ