info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে শীতার্ত মানুষের মধ্যে ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

image for ফরিদপুরে শীতার্ত মানুষের মধ্যে ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মাহবুব পিয়াল, ফরিদপুরজেলাপ্রতিনিধি:

ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে এক হাজার  শীতবস্ত্র কোম্বল  বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার বিকেলে শহরের কমলাপুর তেতুলতলা মাঠে এই শীত বস্ত্র বিতরন করা হয়।

ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও ফরিদপুর মহানগর যুবদলের সেক্রেটারী আলী রেজওয়ান বিশ্বাস তরুনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশজাতীয়তাবাদী মহিলা দলেরযুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ

সময় জেলা সমাজসেবা কার্যালযেরউপ-পরিচালক এএসএম আলী আহসান, ফরিদপুর মহানগর বিএনপির  আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মতিয়ার রহমান,  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল,  তানভীর চৌধুরী রুবেল, মোঃ রেজাউল ইসলাম, ‌ নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, এমদাদুল হক এমদাদ, নাসির উদ্দিন আহমেদ মিলার,‌ কামরুজ্জামান মিল্টন, হুমায়ুনকবীর, সাজ্জাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরের মাটি বিএনপির ঘাটি আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে  বক্তারাফরিদপুর সদর - আসনেরবারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্যমরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফেরজীবন কর্ম তুলে ধরেবলেন, কামাল ইউসুফ  সারা জীবন মানুষের পাশে থেকেতাদের সেবা করেছেন

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনেবিএনপি থেকেচৌধুরী নায়াব ইউসুফকে  মনোনয়ন দেবারদাবি জানান

বক্তারানিজেদের মধ্যেভেদাভেদ ভুলে লেসবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা বলেন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ভালো কাজ করা সম্ভব তাছাড়া কোন ষড়যন্ত্রে  পা না দেবার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান সময় উপস্থিত ছিলেনমহানগর যুবদলের সাধারণ সম্পাদকরেজওয়ান বিশ্বাস তরুন, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলরনাসির উদ্দিন আহমেদ মিলার,‌ মিল্টন হুমায়ুন সাজ্জাদ সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ