info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে সদস্যদের মাঝে অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির অনুদানের চেক বিতরণ

image for ফরিদপুরে সদস্যদের মাঝে অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির অনুদানের চেক বিতরণ

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি ফরিদপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভা ও সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরন অনুষ্টান সোমবার বেলা ১১টায় সমিতির কোট কম্পাউন্ড এলাকার কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস।

সমিতির ফরিদপুর জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর মো: আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্টানে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল বাতেন,প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, প্রফেসর সুলতান মাহমুদ হিরক, অধ্যাপক শেখ আব্দুস সামাদ,  সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্টানে অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি সদস্যদের মাঝে চিকিৎসা, কন্যা বিবাহ, প্রাকৃতিক দূযোগে ক্ষতিগ্রস্থ এবং তাদের স্কুল ও কলেজ পড়ুয়া সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরন করা হয় । এবছর ৮০ জন সদস্যদের মাঝে মোট ৮ লক্ষ ১৭ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়।