info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু

image for ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:

পল্লী কবি জসীমউদ্দিনের ভাব শিষ্য, ফরিদপুরের প্রখ্যাত লোক সংগীত সম্রাজ্ঞী হাজেরা বিবির স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও চার দিনব্যাপী হাজেরা বিবি পৌষ মেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। পৌষ মেলা শেষ হবে ২০ ডিসেম্বর। মেলার সাজসজ্জা ,ষ্টেজ ও দোকান নির্মানের কাজ চলছে পুরোদমে।

হাজেরা বিবি পৌষ মেলা উদযাপন কমিটির উদ্যোগে ফরিদপুর শহরতলীর শোভারামপুর এলাকায় হাজেরা বিবির মাজার প্রাঙ্গনে ১৭ ডিসেম্বর মেলার উদ্বোধন করবেন ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা।বিশেষ অতিথি ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন- আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজসহ ফরিদপুরের লেখক,কবি সাহিত্যিকগন উপস্থিত থাকবেন।

হাজেরা বিবি পৌষ মেলা উদযাপন কমিটির সভাপতি আব্দুস সাত্তার জোদ্দার, সদস্য সচিব কেএম জাফর, লোক সংগীত সম্রাজ্ঞী হাজেরা বিবির নাতনী লাবনী আক্তার জ্যোৎস্না জানান, চারদিনব্যাপী মেলা মঞ্চে জারী,সারি,বাউল, লোকজ ও বিচারগান অনুষ্টিত হবে। দেশের প্রখ্যাত বাউল শিল্পীগন মেলা মঞ্চে গান পরিবেশন করবেন।