মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারের যানজট যেন উপজেলাবাসীর নিত্যদিনের সঙ্গী।
উপজেলার সামনে সকাল ৯ ঘটিকা থেকে রাত ৭-৮ ঘটিকা পর্যন্ত লাগাতার জ্যামের
কারণে পথ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। জনগণ রোগী নিয়ে সময়মত যেতে পারে না
হাসপাতালে। সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছাতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
সরজমিনে গতকাল রোববার দেখা যায়,
অবাধে গড়ে উঠেছে অটোস্ট্যান্ড। যেখানে-সেখানে দাড়িয়ে থাকে গাড়ি। পার্কিং
করার নেই কোনো নির্দিষ্ট স্থান। দোকানঘরের সামনে সাব দোকান বসিয়ে রেখেছে
অনেক দোকানদার। রাস্তার দু’পাশে হকাররা হরেক রকম ব্যবসা নিয়ে বসে আছে। কেউ
কেউ ছাউনি দিয়ে
অবৈধভাবে
পুটপাত দখল করে রেখেছে। এতে বাজারে আসা লোকজন তীব্র
যানজটে চরম ভোগান্তিতে ভুগছেন।
প্রতিদিন বাড়ছে জনদুর্ভোগ হচ্ছে দুর্ঘটনা।
প্রতিদিন তাড়াইল উপজেলা সদর বাজার এলএসডি রোড, থানার মোড়, তাড়াইল-সাচাইল
সদর ইউনিয়ন পরিষদ, এশিয়া ব্যাংক, জাওয়ার রোড, উপজেলা পরিষদ, মাদরাসা
মার্কেট, মেইন রোডে ব্যাটারীচালিত অটোগাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠা্চ্ছে। যার কারণে দূরপাল্লার যানবাহনসহ
বিপাকে পথচারীরা। নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন
জায়গা থেকে আসা পথচারীদের দুর্ভোগ বাড়ছে।
তাছাড়া উপজেলা সদর
বাজারে সাপ্তাহিক হাট শনিবার ও মঙ্গলবার হওয়ায় সেদিনের দুর্ভোগের যেন শেষ
নেই। আবু বকর, সিদ্দিক ভূঞা, আলামিন ও শিপনসহ আরও কয়েকজন ব্যবসায়ী জানান,
আমাদের তাড়াইল সদর বাজারে নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় প্রতিদিন অটো
রিকশা ভিড় জমায়। যার ফলে দেখা যায় ৩০ থেকে ৪০ মিনিট জ্যাম লেগে
থাকে।
সেকান্দরনগর গ্রামের রোগী নিয়ে আসা আলেক
মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, আমি আমার মাকে নিয়ে এসেছি হাসপাতালের
উদ্দেশ্যে। কিন্তু জ্যামের যে অবস্থা মনে আমার মাকে ডাক্তার দেখাতে পারবো
না।
আঞ্জু মিয়া, ফজলুল হক ও জবর আলী মুন্সি
সহ আরো কয়েকজন ট্রাক ও পিকআপ ভ্যানের গাড়ি চালক জানান, ঘন্টার পর ঘন্টা
জ্যামে বসে থাকতে হয় আমাদের। নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় চার দিক থেকে
আসা যানবাহন ও
অটোস্ট্যান্ড রাস্তার ওপর করায় আমরা প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছি। এ
ব্যাপারে আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এর দ্রুত সমাধান চান বলে তারা জানান।
তাড়াইল-সাচাইল
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নৌশাদ বলেন, উপজেলা সদর বাজারের
বণিক সমিতি এ বিষয়ে কোনো উদ্যোগই নিচ্ছে না। যানজটমুক্ত উপজেলা সদর বাজার
গড়ার ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান হিসেবে আমি প্রসাশনকে সর্বাত্মক চেষ্টা করব।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, সকল
শ্রেণি-পেশার মানুষদের নিয়ে 'যানজট নিরসন ও ফুটপাতের দোকান উচ্ছেদ'
শিরোনামে আইন শৃংখলার কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে গত ১০ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হলরুমে
এক জরুরি
সভা
অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় তাড়াইল সদর
বাজারের ব্যবসায়ী সহ অটোরিকশা ও সিএনজি চালকদের বলে দেয়া হয়েছে সোমবার (১৭
ফেব্রুয়ারীর) মধ্যে যানজট ও হকার মুক্ত করার জন্য। যদি তারা স্বেচ্ছায় এই
কাজ না করে তাহলে প্রশাসন তার যথাযথ ব্যবস্হা নিবে।