ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগের সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ আজ ২৪ নভেম্বর ২০২৪ রবিবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে উপাচার্য শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ৮জন শিল্পীকে সনদ ও পুরস্কার প্রদান করেন।
প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ইমেরিটাস অধ্যাপক মু. আবুল হাশেম খান, অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং শিল্পকর্ম প্রদর্শনীর আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. আব্দুল আযীয বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিল্পের একটি শাশ^ত ভাষা রয়েছে। এই শৈল্পিক ভাষা ও শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা মানুষের মনে স্থান করে নেন। শিল্পের সঙ্গে মনের যোগাযোগ স্থাপনের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে প্রকৃত মানুষ হিসেবে খুঁজে পায়। প্রাচ্যকলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জ্ঞানের সঙ্গে এই শিল্পের গভীর সর্ম্পক রয়েছে। শিক্ষার্থীদের শিল্পকর্মের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণ শিল্পীদের উৎসাহ প্রদান এবং দেশের শিল্প জগতের প্রসারে এই প্রদর্শনী সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, প্রদর্শনীতে ৫৬ জন শিল্পীর ৮৪টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ৮জন শিল্পীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- অভিষেক দত্ত তামল, বাপ্পী পাল (শিল্পী শওকাতুজ্জামান স্মৃতি পুরস্কার), অনামিকা পাল (শিল্পী আমিনুল ইসলাম স্মৃতি পুরস্কার), মোছা. মিসকাতুল জান্নাত (শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার), মোছা. নাজিফা ইয়াসমিন (শিল্পী শফিকুল আমিন স্মৃতি পুরস্কার), তাসমিয়া নওসাবা বরকতুল্লাহ (বিশেষ নিরীক্ষাধর্মী পুরস্কার), প্রগতি চাকমা (স্নাতক পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার) এবং নিশাত তাসনিম মিথিলা (নিরীক্ষাধর্মী পুরস্কার)। আগামী ৩০ নভেম্বর ২০২৪ শনিবার পর্যন্ত এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চলবে । প্রতিদিন সকাল ১১:০০টা থেকে সন্ধ্যা ৮:০০টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।