info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আমরা বিএনপি পরিবারের আর্থিক সহায়তা

image for ফরিদপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আমরা বিএনপি পরিবারের আর্থিক সহায়তা

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি :

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুর জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেআমরা বিএনপি পরিবার

বিএনপি' ভারপ্রাপ্ত চেয়ারম্যান 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় উপলক্ষে মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রস্তুতি বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক মো. আতিকুর রহমান রুমন অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এসময়  সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এসময় ছাত্র আন্দোলনে নিহত ফরিদপুর জেলার শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ