info@desherkhabor24.com

+8801821554477

আম গাছের মাটির নিচ থেকে গাজা উদ্ধার, আটক ১

image for আম গাছের মাটির নিচ থেকে গাজা উদ্ধার, আটক ১

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে এক কেজি গাজাসহ রিপন শেখ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।রোববার (০৯ মার্চ) সকালে উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের বুড়ির বটতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ির উঠানে থাকা আম গাছের তলার মাটির নিচ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়।

আটক রিপন শেখ বুড়ির বটতলা গ্রামের মৃত শেখ জিল্লুর রহমানের ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো: শামীম হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবাসায়ীকে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ৭ মার্চ মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ রইচ মোল্লা ও বাচ্চু মোল্লা নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।