info@desherkhabor24.com

+8801821554477

চট্ট্রগামে আইনজীবি হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন-বিক্ষোভ

image for চট্ট্রগামে আইনজীবি হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন-বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় আইনজীবি সাইফুল ইসলাম আলিফ (৩৫)কে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জ্বজ আদালত প্রাঙ্গনে সরকারি কৌশলীদের আয়োজনে আইনজীবিরা এই কর্মসূচিতে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা ও দায়রা জ্বজ আদালতের আইন কর্মকর্তা (পিপি) এ্যাড. মাহবুব মোর্শেদ লালন, এ্যাড. মোশারেফ হোসেন মন্টু, এ্যাড. মহসীন আলী প্রমুখ।

বক্তারা বলেন, বিদেশী একটি শক্তি নানাভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে ইসকনের সদস্যরা চট্টগ্রামের আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। অতিদ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

মানবন্ধন শেষে হত্যাকারীদের ফাসি ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন আইনজীবিগণ।

উল্লেখ, গেল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) নামের এক আইনজীবি নিহত হয়। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। সাইফুল লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এর পরেই, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেছিলেন, বিক্ষোভকারীরা সাইফুল ইসলাম ওরফে আলিফকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছেন।