ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাস্থ স্পেন দূতাবাসের যৌথ উদ্যোগে
ÔThe Spanish Language Situation in ChinaÕ শীর্ষক
দু’দিনব্যাপী এক সেমিনার আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার আধুনিক ভাষা
ইনস্টিটিউটে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ
আহমদ খান ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে এই সেমিনার উদ্বোধন করেন। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি.
গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু (
Mr. Gabriel Maria Sistiaga Ochoa de Chinchetru ) অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর
(প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, স্প্যানিশ ল্যাংগুয়েজ এন্ড কালচার
বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা (
Prof. Santiago Fernandez Mosquera )-এবং চীনের এসআইএসইউ ইউনিভার্সিটি অব সাংহাই (
SISU University of Shanghai)--এর অধ্যাপক জিংশেং লু (
Prof. Jingsheng Lu ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় স্পেনের ভিজিটিং প্রফেসর মারিয়া আম্পারো পোর্টা রিভাস (
Ms. Maria Amparo Porta Rivas ) এবং ঢাকাস্থ স্পেন দূতাবাস ও চীনা দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার
উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
এলক্ষ্যে দেশী-বিদেশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথ
সহযোগিতামূলক ও অংশীদারিত্বমূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে
এবং চলমান কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্পেনের
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা
বিনিময়ের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এধরনের সেমিনার উভয় দেশের
বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব গ্রানাদা (
University of Granada )-এর অধ্যাপক অ্যালিকা রেলিনকে এলেতা (
Prof. Alica Relinque Eleta )-এবং কার্ভানতেস ইনস্টিটিউট ইন বেইজিং(
Cervantes Institute
in China )-এর পরিচালক ইছাবেল কার্ভেরা (
Isabel Cervera ) পৃথক দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন।