info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে গ্রাম আদালত সক্রিয়করণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

image for ফরিদপুরে গ্রাম আদালত সক্রিয়করণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে ফরিদপুরে দুই দিনব্যাপী গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রথম ব্যাচের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ফরিদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা, যাতে তারা মাঠ পর্যায়ে এই জ্ঞান ছড়িয়ে দিতে পারেন

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার বলেন, "অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে হলে গ্রাম আদালতের বিকল্প নেই মামলার ক্রমবর্ধমান জট কমাতে এবং জনগণের ভোগান্তি লাঘবে গ্রাম আদালতকে সক্রিয় করা অপরিহার্য" তিনি আরও বলেন, "এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের প্রক্রিয়া সম্পর্কে অবগত করবে, যা তারা পরবর্তীতে তাদের নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করবেন"

দুই দিনের এই প্রশিক্ষণে ফরিদপুরের নয়টি উপজেলার ইউএনও, ওসি, এসিল্যান্ড, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাম আদালতের আইনি প্রক্রিয়া, পরিচালনা পদ্ধতি, এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মো: আব্দুল জলিল , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  এম. . সাঈদ, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেপ মিন্টু বিশ্বাস।  

প্রকল্পের জেলা ম্যানেজার শরিফুল ইসলাম প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক পরিচালনা করেন এবং উপজেলা সমন্বয়কারী মোছাম্মাদ রুবিনা বেগম কার্যক্রম সমন্বয়ে সহযোগিতা করেন

এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রাম আদালত সক্রিয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন