info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন

image for ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান  উপলক্ষে ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে রবিবার সকাল ১১ টায়ফরিদপুর শহরেরআলীপুর লাভলু মিয়া সড়কে ফিতা কেটে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

জেলা প্রশাসন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে, এবংফরিদপুর সদর উপজেলা পরিষদের সহায়তায় ন্যায্য মূল্যের  বাজার  চলবে পুরো রমজান মাস জুড়ে।সকাল সাতটা থেকেবেলা বারোটা পর্যন্তউক্ত বাজার ‌‌ চলবে বলেজানা গেছে

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ফরিদপুরের পুলিশ সুপারমোঃ আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটমিন্টু বিশ্বাস, সহকারি কমিশনারফজলে রাব্বি , উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস  সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দবিভিন্ন এনজিও সংস্থার ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন