info@desherkhabor24.com

+8801821554477

২০ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী রফিকুলের

image for ২০ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী রফিকুলের

মাদারীপুর প্রতিনিধি:

২০ দিন পার হলেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী রফিকুল ইসলামের (২১)। সে ঢাকা যাত্রাবাড়ীর হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের মাদ্রাসার হেফজ বিভাগের একজন শিক্ষার্থী। রফিকুলের বাবার নাম আব্দুল জলিল বক্তার। সে গত পহেলা সেপ্টেম্বর রোজ রবিবার আনুমানিক সকাল ছয়টা ত্রিশ মিনিটে  মাদারীপুর বোনের বাসা থেকে ঢাকা যাত্রাবাড়ী মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে বের হয়। সকাল দশটায় মাদ্রাসার ক্লাসে অংশগ্রহণ করার কথা থাকলেও মাদ্রাসায় পৌঁছে নি সে। আজও পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে গত ১৮ তারিখে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। যার নম্বর-৯৭০। 

রফিকুলের বড় ভাই মুফতি তাজুল ইসলাম ফারুকী বলেন, 'আমার মেজ ভাই রফিকুল ইসলাম ঢাকার যাত্রাবাড়ীতে হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের মাদ্রাসার ছাত্র ছিল। গত ১ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল সাড়ে ছটায় সে মাদ্রাসায় ক্লাস করার উদ্দেশ্যে বোনের বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু সে মাদ্রাসায় ও পৌঁছে নি, বাড়িতেও ফিরে আসেনি। আমার মা সহ পরিবারের প্রত্যেকটি সদস্য আমরা হন্যে হয়ে খুঁজেছি। অবশেষে মাদারীপুর সদর থানায় জিডি করেছি। যদি কেউ আমার ভাইয়ের সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করবেন: 01762-261227