info@desherkhabor24.com

+8801821554477

মাদারীপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাঁধা দেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

image for মাদারীপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাঁধা দেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে পৈত্রিক সম্পত্তিতে ঘর তোলতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এবিষয়ে ন্যায় বিচার চেয়ে শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজ বাড়ী সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচরে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার। এসময় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগি পরিবার জানান, মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের প্রতিবন্ধ ফজেল মাতুব্বর ও বজলু মাতুব্বর আপন দুই ভাইয়ের বাড়ী। যেখানে পৈত্রিক সূত্রে ১০৬ নং মৌজায় দুই ভাই ১৮ শতাংশ বাড়ীর জায়গা পান। কিন্তু সম্প্রতি বজলু মাতুব্বর বড় ভাইকে তার জায়গায় ঘর তোলতে বাঁধা দিচ্ছেন। এমন কি ফজেল মাতুব্বরকে বাড়ী থেকে বের হওয়ার কোন রাস্তা পর্যন্ত দিচ্ছে না। কিছু দিন আগে বজলু মাতুব্বর তার জায়গার অংশ থেকে একই এলাকার আবু বক্কর মাতুব্বরের ছেলে বাদল মাতুব্বরের কাছে কিছু সম্পত্তি বিক্রি করে। সেই সূত্রে বাদল মাতুব্বরও ফজেল মাতুব্বকে ঘর তোলতে বাঁধা দেয়। ফলে ফজেল মাতুব্বর নিজ পৈত্রিক সম্পত্তিতেও ঘর তোলতে পারছেন না। বিষয়টি এরই মধ্যে এলাকার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন টুকু মোল্লাসহ স্থানীয় লোকজন শালিস বৈঠক করেও সীমানা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বজলু ও বাদল মাতুব্বররা প্রভাবশালী হওয়ায় ফজেল মাতুব্বরের পরিবারকে বাঁধা দিচ্ছেন।

এব্যাপারে ফজলে মাতুব্বরের স্ত্রী মাসুদা বেগম বলেন, ‘বজলু মাদবর আর বাদল মিলে আমাদের জায়গায় ঘর করতে দিচ্ছে না। সেখানে তারা কয়েকটা ছোট গাছ লাগিয়ে দখলের চেষ্টা করছে। তবে শালিসীরা আমাদের জায়গা বুঝিয়ে দেয়ার পরে সীমানা দেয়ালও করেছি আমরা। কিন্তু এখানে দখলে আসলেই তারা বাঁধা দেয়। আমরা ন্যায় বিচার দাবী করছি।

এবিষয়ে মাদারীপুর সদর থানা ও সেনাবাহিনীর মাদারীপুরের অস্থায়ী ক্যাম্পেও লিখিত দেয়া হয়েছে।’

তবে অভিযোগের বিষয় অস্বীকার করেছে বজলু মাতুব্বর ও বাদল মাতুব্বর। তারা সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। সংবাদ সম্মেলনে ফজেল মাতুব্বর, তার স্ত্রী মাসুদা বেগম ও এলাকার অনেক মানুষ উপস্থিত ছিলেন।