info@desherkhabor24.com

+8801821554477

মাদারীপুরে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

image for মাদারীপুরে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

 মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ইজি বাইক-ট্রাক  সংঘর্ষে ১জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। রোববার দুপুর ১:৩০ মিনিটে সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম, সালাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শরিয়তপুর থেকে কাঠবোঝাই করে একটি ট্রাক খুলনা যাচ্ছিল। মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবনাতলা এলাকার ডালিম মিয়ার ছেলে লাইসান (১৭)। এ সময় আহত হয় ইজিবাইকে থাকা আরো ৬ যাত্রী। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন জানান, ' খোয়াজপুরের সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আহত হয়েছে ৬জন।'