info@desherkhabor24.com

+8801821554477

ভারতকে দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহবান জানালেন আল্লামা মামুনুল হক

image for ভারতকে দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহবান জানালেন আল্লামা মামুনুল হক

মাদারীপুর প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন,পরাজিত ঘাপটিমারা পতিত শক্তি যাতে নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামীলীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল দিতো। আর দিনে বেলায় ওঝা হয়ে ঝাড়তো। আওয়ামীলীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করতো। এখন আওয়ামীলীগ নাই।

তিনি আসন্ন দুর্গা পুজায় মুসলমানদের সহযোগিার আহবান জানিয়ে বলেন, আমরা চাই না আর কোন সংখ্যালঘুদের যেন কেউ নির্যাতন করতে না পারে। এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর ঈদগাহ মাঠে আয়োজিত মহাসমাবেশে তিনি বলেন, ৫ আগষ্টের পরে জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। সে তার পরম বন্ধু নরেন্দ মোদির কাছে আশ্রয় নিয়েছেন।

তিনি এসময় ভারত সরকারের সমালোচনা করে বলেন, গত ১৫ বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমান চিন্তা করেননি। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এদেশের বুকের উপর দিয়ে বিনা মূল্যে ট্রানজিট গ্রহন করেছেন। বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছেন। শুকনা মৌসুমে মরুভুমি আর বর্ষা মৌসুমের বানের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন। আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিনত করার চেষ্টা করেছেন। এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক। দৃষ্টিভঙ্গি পাল্টান। বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন। আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরন করেন। আবার যদি আমাদের অভ্যন্তরিন বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন সেই নাক আমরা কেটে দেবো।

বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর শাখার সভাপতি হাবিব আহমাদের সভাপত্বিতে বক্তব্য রাখেন, চন্দ্রিবর্দিও পীর মাওলানা আলী আহমাদ চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলা জালালুদ্দিন আহমদ, মুফতি সারাফাত হোসাইন, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেজবাউল ইসলাম প্রমুখ।