info@desherkhabor24.com

+8801821554477

বাগেরহাটে ৩ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি

image for বাগেরহাটে ৩ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি

বাগেরহাট প্রতিনিধি:

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কাযালয়ের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়। 


মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারহানা আক্তার, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল ও প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ আরও অনেকে।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষ সচিবের বরাবর শিক্ষকদের ৩ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

করেন।