info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে সিএনজি শ্রমিকের উপর দু’দফা হামলা ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

image for ফরিদপুরে সিএনজি শ্রমিকের উপর দু’দফা হামলা  ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

মাহবুব পিয়াল,ফরিদপুর:

ফরিদপুরে সিএনজি মাহেন্দ্র চালকদের উপর ফরিদপুর বাস শ্রমিক কর্তৃক দুই দফা হামলা মারধরের ঘটনায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সি বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা ফলে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে সড়কে দুর্ভোগে পড়েছে পন্যবাহী যান চালকরা এবং সাধারন যাত্রীরা

একই সাথে ফরিদপুর জেলা বাস কাউন্টার থেকে সকল প্রকার পরিবহন, মিনিবাস এবং ভাঙ্গা রাস্তার মোড় থেকেও সিএনজি-মাহেন্দ্র চলাচল বন্ধ রয়েছে এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর শহরতলীর ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সি বাজার চৌরাস্তা এলাকায় সিএনজি চালকদের হয়রানি মারধরের প্রতিবাদে সিএনজি চালক মালিক সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে পরে তারা সেখানে অবস্থান কর্মসূচীত পালন করে এসময়  ফরিদপুর জেলা বাস মালিক সমিতি কতৃক হামলার তীব্র নিন্দা জানান তারা

এসময় ফরিদপুর বাস শ্রমিকরা বিক্ষোভকারীদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এতে ফরিদপুর জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ রিপন (৪৫) আহত হয় এছাড়া / টি সিএনজি ভাংচুরের ঘটনা ঘটে আহত সিএনজি চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

পরবর্তীতে সিএনজি চালকরা হামলার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে ফরিদপুর -বরিশাল মহাসড়কের মুন্সি বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে 

এর আগে সোমবার দুপুরে ফরিদপুর শহর থেকে নগরকান্দার সিএনজি চালক নাজমুলকে (২৫) মারপিট করার ঘটনা ঘটে আহত নাজমুল নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টা থেকে বাস শ্রমিকরা আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় একই সাথে অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে পরিবহন মালিকরাও পরিবহন চলাচল বন্ধ রাখেন

সরেজমিনে মঙ্গলবার দুপুরে দেখা যায়, শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে মুন্সি বাজার পর্যন্ত যাত্রীবাহী অটো রিক্সা, রিক্সাসহ পন্যবাহী যান আটকে আছে আবার শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে পিয়ারপুর হয়ে বাইপাস সড়ক গেছে সেখানেও পন্যবাহী ট্রাক, পরিবহন আটকে পড়েছে

এদিকে বাস কাউন্টার থেকে দূরপাল্লার কোন পরিবহন এবং লোকাল কোন বাস চলাচল করেনি ভাঙ্গা রাস্তার মোড় থেকেও কোন সিএনজি মাহিন্দ্রও চলাচল করেনি

ফরিদপুর শহরের আলীপুরের বাসিন্দা মাহাবুবুর রহমান বলেন, আমাকে জরুরী কাজে ঢাকা যেতে হবে বাসস্টান্ডে এসে দেখি সকল বাস বন্ধ এখন পড়েছি মহাবিপদে

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার মোঃ বাচ্চু বলেন, সোমবার সন্ধ্যা থেকে আমাদের দূরপাল্লার কোন বাস চলাচল করছে না বাস মাহিন্দ্র শ্রমিক দ্বন্দে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি যাত্রীরা পড়ছে ভোগান্তিতে

জানা যায়, মহাসড়কে সিএনজি মাহেন্দ্র চালানো নিয়ে দীর্ঘদিন ধরে বাস শ্রমিক সিএনজি/মাহিন্দ্র শ্রমিকদের মাঝে বিরোধ চলে আসছে বিষয়টি সমাধানের জন্য সিএনজি চালকরা এর আগেও পুলিশ সুপার জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও বাস শ্রমিকদের কারণে বিষয়টি সমাধান হয়নি

ঘটনায় সোমবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা সিএনজি চালক সমিতির সদস্যরা ন্যায় বিচারের দাবীতে প্রথমে শহরের গোয়ালচামট ভাঙ্গা রাস্তার মোড় পরে শহরের গোয়ালচামট বাস কাউন্টারে বিক্ষোভ করে সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দেয় পরে বাস শ্রমিকরাও শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের থেকে সকল প্রকার সিএনজি মাহেন্দ্র চলাচল বন্ধ করে দেয়

ব্যাপারে সিএনজি চালক সমিতির নেতা মতিউর শেখ, জসিম বিল্লাল মুন্সি বলেন, ফরিদপুর বাস মালিক সমিতির অত্যাচারে জিম্মি দশায় সিএনজি চালকরা ফরিদপুর গেলে তারা আমাদের চালকদের মারপিট করে এছাড়া বাস মালিক সমিতির কারনে আমাদের সিএনজি-মাহেন্দ্র সহ ছোট গাড়ী গুলোর রোড পারমিট পাচ্ছিনা রোড পারমিট সহ বাস মালিক সমিতির জিম্মি দশা অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানাই আন্দলোনকারীরা বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন

বিষয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বজলু বলেন, সিএনজি-মাহিন্দ্র গাড়ি গুলো অবৈধ সে গুলো রাস্তায় চলাচলের কোন অনুমতি নেই আমরা চলতে দিবো না সিএনজি চালক কে মারপিটের বিষয়টি তিনি এড়িয়ে যান

রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি মিমাংসা করার জন্য ফরিদপুর জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, ফরিদপুর আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন,  জেলা শ্রমিক ইউনিয়ন এবং জেলা সিএনজি মালিক সমিতির নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানা যায়

ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মীর আনোয়ার বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করতেছি উভয় পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে অতিশ্রীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে