info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে বর্নাত্যদের জন্য ত্রাণ দিতে মানুষের অভুতপুর্ব সাড়া

image for ফরিদপুরে বর্নাত্যদের জন্য ত্রাণ  দিতে মানুষের অভুতপুর্ব সাড়া

মাহবুব পিয়াল, ফরিদপুর:

বাংলাদেশের স্মরণকালেরর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েকটি জেলার মানুষদের সহযোগিতা করতে ফরিদপুরের ঐতিহ্যবাহী শাহ ফরিদ  জামে মসজিদ কমিটি ও উত্তর কমলাপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে নানা প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে।

ফরিদপুরের বিভিন্ন মহল্লায় মুসল্লী ভাই বোনদের পক্ষে বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নগদ টাকা, শাড়ী কাপড়, চাউল ডাউল ইত্যাদি ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন  তারা । এসময় মানুষ ভালোবেসে সতস্ফুর্ত ভাবে এগিয়ে এসে যে যার মতো করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।

 এসময় ত্রান উঠানো কাজে নিয়োজিত ফরিদপুরের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম শাহ ফরিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ত্রাণ সামগ্রী উঠাতে এসে মহল্লায় মহল্লায় মানুষের অভুতপুর্ব সাড়া পেয়েছি।এ ছাড়াও ফরিদপুরের রাজনীতিবিদ,সমাজ সেবকগন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আমরা আগামীকাল ফেনী,নোয়াখালীসহ কয়েকটি বন্যাদূর্গত এলাকার মানুষের মাঝে নগদ টাকা, শাড়ী কাপড়, চাউল ,ডাউল, ঔষধ,শুকনো খাবার  ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরন করবো।