info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

image for ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নবাগত পুলিশ সুপার আব্দুল জলিল বলেছেন, শাসক নয়, আমি আপনাদের সেবক হিসেবে  কাজ করতে চাই আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই  আপনারা আমাকে  সহযোগিতা করবেন সবার সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর জেলাকে সকল অন্যায়, অবৈধ কাজ , মাদক,  চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমার দায়িত্ব পালনে ফরিদপুরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতার প্রয়োজন আমি মা- মাটির গন্ধ ভুলতে চাই না আমি আপনাদের লোক হয়ে জেলায় কাজ করতে চাই

সোমবার বেলা  ১১টায়  ফরিদপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. আব্দুল জলিলের মতবিনিময় সভায় কথা বলেন তিনি

জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সহ-সভাপতি মাহবুব পিয়াল, সহ-সভাপতি সঞ্জীব দাস ,  সিনিয়র সাংবাদিক পান্না বালা, জাহিদ রিপন, কামরুজ্জামান সোহেল, সাজ্জাদ হোসেন রনি, শেখ মনির হোসেন , শফিকুল ইসলাম মনি,  এস এম মনিরুজ্জামান, মাসুদুর রহমান তরুনসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান , টি আই মীর আনোয়ার, ডিএসবির ইন্সপেক্টর মো: নাসিরউদ্দিন,  তুহিন লস্করসহ সহ অন্যান্য কর্মকর্তা গর উপস্থিত ছিলেন