info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে আর্ন্তজাতিক প্রবীন দিবস পালন

image for ফরিদপুরে আর্ন্তজাতিক প্রবীন দিবস পালন


মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ৩৪ তম আর্ন্তজাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিনামুল্যে ডায়াবেটিক পরিক্ষা ও উচ্চ রক্তচাপ মাপা হয়।  ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
 জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এএসএম আলী আহসানের সভাপতিত্বে ও সহকারী পরিচালক কেএম নুরুল হুদার সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন কবীর, ওসি তদন্ত মো: জাফর ইকবাল, প্রবীণ শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা, অধ্যাপক সুলতান মাহমুদ হিরক,   প্রবীন হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা: এম এ জলিল, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন, প্রবীন এনজিও ব্যক্তিত্ব মোঃ আজহারুল ইসলাম,  প্রবীণ রাজনীতিবিদ শামসুল ইসাম আল বরাটী প্রমুখ।  
আলোচনা সভা শেষে  ফরিদপুরের প্রবীণ ব্যক্তি বদিউজ্জমান চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ মো: আব্দুল হাকিম ও প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফাকে সম্মাননা প্রদান করা হয়। এসময় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।