info@desherkhabor24.com

+8801821554477

top-banner

নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালকের পদত্যাগ দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:

নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে কটুক্তি অবমাননাকর বক্তব্যদেওয়ার অভিযোগে  প্রতিষ্ঠানের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ এবং নার্সি মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নাসিং প্রশাসন ক্যাডারদের অপসারন দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফরিদপুর নার্সিং সংস্কার পরিষদ এসময় নার্সদের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার দফা বাস্তবায়নের দাবীও জানানো হয়

  

শনিবার বেলা ১১টায় বৃষ্টি মাথায় নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। 

 

মানববন্ধনে ফরিদপুরের সকল সরকারি নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা, বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা এবং জেলার সকল সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্সরা মানববন্ধনে অংশ নেন। পরে তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন

 

ফরিদপুর নার্সিং সংস্কার পরিষদ সমন্বয়ক শিক্ষক নাসির উদ্দিন পলাশের সমন্বয়ে এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক হোসনেয়ারা বেগম, সহকারী জেলা পাবলিক হেল্থ নার্স সচিব ভদ্র, নার্স জোসনা আক্তার প্রমুখ

 

নাসির উদ্দিন পলাশ বলেন, দীর্ঘদিন ধরে নার্সিংয়ে পদ সৃষ্টি পদায়ন হচ্ছে না। একই পদে ৩০ থেকে ৩৫ বছর থাকতে হচ্ছে। এসবের সমাধান না করে মহাপরিচালক পরিচালকরা স্বৈরাচার সরকারের তোষামোদি করেছেন, এখনো করে যাচ্ছেন। আমরা মহাপরিচালকসহ সব পরিচালকের পদত্যাগ চাই। নার্সদের মধ্যে অনেকে উচ্চ ডিগ্রি সম্পন্ন রয়েছেন। মহাপরিচালকসহ শীর্ষ সব পদে এমন যোগ্যতাসম্পন্নদের বসানোর দাবি আমাদের। একই সঙ্গে নার্সিং হাসপাতাল নার্সদের ড্রেসের কোড পরিবর্তন করে সাদা অ্যাপ্রোন দিতে হবে। নার্সিং শিক্ষার মান বাড়াতে নার্সিং কলেজে উচ্চ ডিগ্রিধারীদের বসাতে হবে

 

তিনি বলেন, মহাপরিচালকের পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন বন্ধ করবো না। আজ সারা দেশই একযোগে কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে জেলাড় প্রতিটা উপজেলায় স্ব স্ব অবস্থানে কর্মসূচি পালিত হয়