ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের বিবিএ ৩১তম ব্যাচের পরিচিতি সভা আজ ১৬
জুলাই ২০২৫ বুধবার বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক
মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হকের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম,
বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম চৌধুরী এবং ইস্টার্ন ব্যাংক
পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বক্তব্য রাখেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশ ও জাতির প্রতি অনেক দায়বদ্ধতা রয়েছে।
জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে
আমরা দেশের শ্রেষ্ঠ জ্ঞান চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এক্ষেত্রে
সরকারি বরাদ্দ বৃদ্ধিসহ অ্যালামনাই ও সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, কর্পোরেট জগৎ এখন চাকরীপ্রার্থীদের মধ্যে বিশেষ দক্ষতা ও
গুণাবলী দেখতে চায়। এবিষয়কে বিবেচনায় রেখে এখন থেকেই নিজেদের প্রস্তুত করার
জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।