info@desherkhabor24.com

+8801821554477

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

image for গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টিএন সিপিরবিক্ষোভ মিছিল পথসভাঅনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলেগোপালগঞ্জে এনসিপিরশান্তিপূর্ণ পদযাত্রায়কাপুরুষিতআওয়ামী সন্ত্রাসীদেরহামলার প্রতিবাদেউক্তবিক্ষোভ মিছিল  পথসভাঅনুষ্ঠিত হয়


এন সি পির জেলা কমিটিরপ্রধান সমন্বয় কারী   সৈয়দা নীলিমা দোলা নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের ‌ ‌ জনতা ব্যাংকের মোড়ে থেকে শুরু হয়েশহর প্রদক্ষীন শেষপুনরায় জনতা ব্যাংকের মোড়ে ফিরে আসে সময় উপস্থিত ছিলেন  নং যুগ্ম সমন্বয়কারী এসএম জাহিদ হোসেন ,‌  যুগ্ম সমন্বয়কারী সাইফ খান , যুগ্ম সমন্বয়কারীজিল্লুর রহমান, যুগ্ম সমন্বয়কারী বাইজিদ হোসেন  শাহেদ ,

মোঃ কামাল হোসেন, শ্রমিক উইং এর ফরিদপুর জেলা শাখা সমন্বয়কারী জুনায়েদ জিতু সদস্য এস এম ‌ ‌ আকাশ ‌,  বাচ্চু শেখ প্রমুখ

 সংক্ষিপ্ত সভায় বক্তারাগোপালগঞ্জেএমসিপির  শান্তিপূর্ণ কর্মসূচিতেআওয়ামী লীগ তার সহযোগীসংগঠনের সন্ত্রাসীদেরহামলার নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বেএই ঘটনায় জড়িত ব্যক্তিদেরআইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এর আগেএকটি বিক্ষোভ মিছিলশহর প্রদক্ষিণ করে মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সূচনা স্থানে ফিরে আসে সময় সংগঠনের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন