Breaking News
ভূরুঙ্গামারীতে নতুন গেজেটে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ পরিবারের

ভূরুঙ্গামারীতে নতুন গেজেটে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ পরিবারের

ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে নতুন গেজেটে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনেছে তারই পরিবারের লোকজন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকার মৃত জয়নাল শেখ এর পুত্র মো: আইনুদ্দিন শেখ ও একই এলাকার মৃত বুদ্ধু শেখ এর কন্যা আনোয়ারা গেগম (৮২)।
অভিযোগ উঠেছে মো.সোলায়মান আলী (৬৬) পিতা মৃত ইমান আলী, মুক্তিযোদ্ধা নম্বর- ০১৪৯০০০৫২৯৪, গেজেট নং- ৪০৫৪ বেসামরিক গেজেট,এর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, যুদ্ধের সময় তিনি সহ পরিবারে সবাই একসঙ্গে বাস করতো। যুদ্ধ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সে তার পরিবারের সাথেই ছিল।

তার আপন ভাই আমজাদ হোসেন  ও বোন আম্বিয়া বেগম পরিবারের বরাত দিয়ে জানান, আমার ভাই সোলায়মান আলী মুক্তিযোদ্ধের সময় আমাদের পরিবারের সাথে ছিলো।

একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো, দেলোয়ার হোসেন ও
বলেন আমাদের জানামতে সোলায়মান আলী মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেননি।
মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ বলেন, সোলায়মান আলী কোন এলাকায় কার সাথে যুদ্ধ করেছে এর কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সে কিভাবে ঢাকা থেকে গেজেট করে নিয়ে এসে ভাতা নিতেছে আমি জানিনা।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন সোলাইমান আলি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হওয়ার পর সে ভাইবোন সহ এলাকার অনেকের উপর নানাভাবে অত্যাচার করে আসছে, আমার কাছে অভিযোগ এসেছে।

 এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলির সাথে কথা বললে তিনি যানান সে মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার কাছে সব ধরনের কাগজপত্র আছে।