ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক
গ্রেফতার। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর (
কালাচান মোড়) দারুল কুরআন বালক বালিকা নূরানী মাদ্রাসার। অভিযুক্ত মাসুদ
রহমান(২৫) অত্র এলাকার মৃত মোন্নাফ আলীর পুত্র।
জানা
যায় অত্র মাদ্রাসার দ্বিতিয় শ্রেনির ছাত্র মো: কাওছার রহমান প্রতিদিনের
ন্যায় গত ৭ নভেম্বর মঙ্গলবার মাদ্রাসায় আসে। মাদ্রাসার ছুটির পর প্রাইভেট
পরার সুবাদে মাদ্রাসায় অবস্থান করে। এসময় আনুমানিক বিকেল ৪.০০ টার দিকে
কাওসারকে একা পেয়ে লম্পট শিক্ষক মাসুদ রহমান (২৫) কাওছারকে চটির উপর সুইয়ে
দিয়ে জোর করে পায়ু পথে ধর্ষন করে। পরে কাওছার রহমান বাড়িতে গিয়ে তার মা ও
অন্যান্যদেরকে বিষয়টি অবগত করেন।
এবিষয়ে ভূরুঙ্গামারী
থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন এ ঘটনায় কাওছারের মা বাদী হয়ে
অভিযোগ করেন আমরা দ্রুত আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা
হয়েছে।