Breaking News
উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যেতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই-ফরিদপুরে গোল টেবিল বৈঠকে বক্তারা

উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যেতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই-ফরিদপুরে গোল টেবিল বৈঠকে বক্তারা

মাহবুব পিয়াল, প্রতিনিধি,ফরিদপুর :
আগামী ২০২৪ সালে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যেতে আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন মতবিনিময় সভায় বক্তারা। দ্বৈত উত্তরণ: নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব শিরোনামে এই মতবিনিময় সভা ফরিদপুরের ব্রাক ল্যানিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর আয়োজনে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মূল বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির।

সভায় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলি ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, ফরিদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম ইয়াইয়া, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা লায়েকুজ্জামান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, কাউন্সিলর ও সাংবাদিকরা অংশ নেন।

এ সময় বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, জনবান্ধব আইন প্রণয়ন, বিভিন্ন বৈষম্য বিলোপ করা, নারীদের অগ্রাধিকার এর উপর জোর দেন। এছাড়া জলবায়ু মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার কথাও বলা হয় মতবিনিময় সভায়।