বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা আ'লীগ কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ
আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ এর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এডিসি ও ভারত-বাংলাদেশ
মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার, ব্যারিস্টার
গোলাম কবির ভুঁইয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুুুুগ্ম
আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল, আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার
যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান ও বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার
সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল।
এছাড়া আরো উপস্থিত
ছিলেন, বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দামিহা
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাইনুজ্জামান নবাব, সাংগঠনিক সম্পাদক ও
রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, সাংগঠনিক সম্পাদক ও ধলা
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া প্রমূখ।
প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এডিসি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হক বলেন,
১৫ আগস্টের ঘাতক চক্র এখনো সক্রিয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা নানা
ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধু
কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন। যে
কারণে আমাদের দেশের উন্নয়নের গল্প বিশ্ববাসী শুনতে চায়। বিদেশের মাটিতে
বাংলাদেশের উন্নয়নের গল্প প্রচার-প্রসারে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালনের
আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও
উন্নয়নে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করে ক্ষুধা-দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর
স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু,
প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রবীণ ব্যক্তিসহ
সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এছাড়াও
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার
মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও
শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।