Breaking News
সুদ, ঘুষ, দালালি, চাঁদাবাজি ও নিয়োগ বানিজ্যের দৌরাত্ম বন্ধ করেছি এ জনপদে, এমপি বকুল

সুদ, ঘুষ, দালালি, চাঁদাবাজি ও নিয়োগ বানিজ্যের দৌরাত্ম বন্ধ করেছি এ জনপদে, এমপি বকুল

মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ 

নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, সুদ, ঘুস, দালালি, চাঁদাবাজি ও নিয়োগ বানিজ্যের দৌরাত্ম বন্ধ করেছি এ জনপদে। ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন আজকে সেই স্বপ্ন পূরণ করে চলেছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 বুধবার বিকেলে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।



১নং পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুস আলী, জেলা আওয়ামীলীগ সদস ও উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জেলা আওয়ামীলীগ সদস্য বেলাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওয়াহাব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণত সম্পাদক রাকিবুল ইসলাম, পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।