শাহাদাত হোসেন সোহাগ, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলা বলাইরচর ইউনিয়নের রামেরচর গ্রামে চাষকৃত জমি থেকে কবজ উদ্দিন (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহে উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৭ জুলাই) সকাল ৯ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত কবজ উদ্দিন রামেরচর ছনবাজার আহানবাড়ি সুরুজ আলীর ছেলে।
পুলিশ জানায় সকাল ৭ টার দিকে স্হানীয়দের ফোনে সংবাদ পেয়ে ৯ দিকে পুলিশ ঘটনা স্হানে যায়। পরে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্হানীয় সূত্রে জানা যায়, গত রাতে পূর্ব শত্রুতার সূত্রপাত ধরে কবজ উদ্দিন কে রাতে রাস্তায় একা পেয়ে দস্তাদস্তি করে। এক পর্যায় কবজ উদ্দিন সাথে পেরে না ওঠে ছুরি দিয়ে পেটে আঘাত করে। করজ উদ্দিন মাটিতে লুটিয়ে পরলে ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে শেষ পর্যায়ে কবজ উদ্দিনের গলায় ফেস দিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।পরে ভোর ৫ টায় প্রতিবেশী এক মহিলা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখতে পান কবজ উদ্দিনের মরদেহ। পরে এলাকায় ঘটনাটি ছড়াছড়ি হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কবজ উদ্দিন ছয় সন্তানের জনক।