Breaking News
শাটার ভেঙ্গে অর্ধ কোটি টাকার মোবাইল চুরি, পথে বসলেন তরুণ উদ্যোক্তা

শাটার ভেঙ্গে অর্ধ কোটি টাকার মোবাইল চুরি, পথে বসলেন তরুণ উদ্যোক্তা

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে একটি মোবাইল ফোনের শোরুম থেকে বিভিন্ন নামীদামি কোম্পানির প্রায় অর্ধ কোটি টাকা মূল্যমানের দুই শতাধিক মোবাইল ফোন সেট চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে মধুখালী বাসস্ট্যান্ডের নিকট একটি মার্কেটের 'নাগ টেলিকম' নামক একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ এ ঘটনা ঘটে। দোকানের শাটারের তালা ভেঙ্গে এসব মালামাল চুরি করা হয়। খবর পেয়ে দোকানে এসে কান্নায় ভেঙ্গে পড়েন ওই ব্যবসায়ী। এ ঘটনায় মধুখালী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা সেখানে কর্তব্যরত নাইটগার্ড প্রশ্ন তুলে ঘটনার জোরদার তদন্ত দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত নাগ টেলিকমের মালিক মুকুন্দ নাগ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কর্মচারী দোকান খুলতে এসে শাটার ভাঙ্গা দেখতে পান। এরপর তাকে খবর দেয়। তিনি দোকানে এসে দেখেন তার বিভিন্ন নামীদামি কোম্পানির প্রায় দুই শতাধিক মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে গেছে। এরমধ্যে ৩৫ হাজার টাকার ভি-২৭, ২৭ হাজার টাকার ভিভো ওয়াই-৩৬, ৩৩ হাজার টাকা দামের ভি-২৫ মোবাইল সেট ছিলো। তিনি কান্নাজড়িত কন্ঠে ঘটনার সাথে জড়িতদের বের করার অনুরোধ জানিয়ে বলেন, ঋণ করে তিনি দোকানে এসব মালামাল তুলেছেন। প্রতিমাসে তাকে ঋণের কিস্তি গুনতে হয়। এ ঘটনার পর তিনি নিঃস্ব হয়ে গেলেন।

একই মার্কেটের আরেক মোবাইল ফোনের শোরুমের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম জোয়ার্দার বলেন, প্রায় দশবারোজন নাইটগার্ড বাজারে পাহারা দেয়। তাদের মাসিক টাকার বাইরেও আমরা অতিরিক্ত টাকা দিই প্রতিমাসে। তারা জীবন দিয়ে হলেও নিরাপত্তায় সচেষ্ট থাকবেন বলে আমাদের আশ্বস্ত করেছে। অথচ মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে। তিনি বলেন, নাগ টেলিকমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মোবাইল ফোন সেট চুরি গেছে। কয়েকদিন আগে বাজার থেকে একট আমভর্তি ট্রাক ও দু'টি তেলের বড় ড্রাম চুরি হয়। কোন সুরাহা হয়নি। আমরা নাগ টেলিকমের চুরির সুষ্ঠ তদন্ত করে জড়িতদের গ্রেফতার দাবি করছি।

মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি বাদশা মোল্লা বলেন, বাজারের নাইট কমান্ডারের নিকট থেকে জানতে পারি ভোর ৬টা ১০ মিনিটের দিকে নাইটগার্ডেরা চলে যাওয়ার পরে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন। ওই ব্যবসায়ীর বড় ক্ষতি হয়ে গেলো। তিনি বলেন, এর আগেও কয়েকটি বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে বাজারে। এব্যাপারে বাজার কমিটি খুবই উদ্বিগ্ন। প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যাতে এ ঘটনার সুষ্ট তদন্ত করে জড়িতদের সনাক্ত করা হয়।

এব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দুজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে চুরি যাওয়া মালামালের তালিকা দিতে বলেছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের সনাক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।