Breaking News
সাংবাদিক নাদিম হত্যার বিচার চাইতে ঝালকাঠি সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার বিচার চাইতে ঝালকাঠি সাংবাদিকদের মানববন্ধন

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জামালপুরের বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম তাদের কার্যালয়ের সামনের সড়কে আজ রোববার সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলক সাহা, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য, রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনসহ আরো অনেকে।

বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জরিতদের প্রত্যককে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমূখী করার দাবী জানান।