Breaking News
রেলওয়ে দক্ষিণ অঞ্চলের সদর দপ্তর ফরিদপুরে করার দাবি

রেলওয়ে দক্ষিণ অঞ্চলের সদর দপ্তর ফরিদপুরে করার দাবি

মাহবুব পিয়াল,ফরিদপুর:
বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তর (জি.এম কার্যালয়) ফরিদপুর জেলা সদরে প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন ফরিদপুরবাসী। এই দাবিতে সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফরিদপুরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা করেছেন তারা।

মানববন্ধন চলাকালে স্থানীয় বাসিন্দা রফিক উদ্দিন আহমেদ পোকন বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন রেলওয়ের দক্ষিণ আঞ্চলিক অফিস ফরিদপুরে হবে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, ফরিদপুরকে বঞ্চিত করার লক্ষ্যে কিছু কৌশলধারী ষড়যন্ত্র করে এই অফিসটি খুলনা নিয়ে যাওয়ার পায়তারা করছে। তাদেরকে স্পষ্ট বলতে চাই, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরেও যদি আপনার ধৃষ্টতা দেখান তাহলে ফরিদপুরের আপামার জনগণ এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
এ সময় ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আল-আউয়াল হোসেন তনু বলেন, আমরা জানতে পেরেছি রেলওয়ের দক্ষিণ অঞ্চলের সদর দপ্তর ফরিদপুরে হবে না। আগামীকাল (আজ) ফরিদপুরবাসীর ভাগ্যেন্নয়নে ভাঙ্গায় আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাছে আমাদের জোড় দাবি, তিনি যেন ফরিদপুরবাসীর এই প্রাণের দাবি মূল্যায়ন করেন। রেলওয়ের এই অফিস যেন ফরিদপুরেই হয়। আগামীকালই এর প্রতিফলন দেখবো বলে আশা ব্যক্ত করছি।

এ সময় আরো বক্তব্য রাখেন, ১৯নং কাউন্সিলর মাহমুদ রেজা, মহিলা সদস্য জয়গুন বেগম, ছাত্রনেতা সুমন প্রমুখ। এই মানববন্ধণে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।