রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ী ঢল নামায় কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌচলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ী ঢল এর কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে অদ্য ০৫ আগস্ট ২০২৩ তারিখ শনিবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
তবে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যে কোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
জেলার ১০ উপজেলার মধ্যে ৫উপজেলার যোগাযোগের মাধ্যম নৌপথ।
গত ২৪ঘন্টায় রাঙামাটিতে ৬৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে থেকে থেমে বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে পাহাড় ধসের সম্ভাবনা থাকায়, ঝুঁকিতে বসবাস করাদের নিরাপদে চলে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যহত রয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজস্থলি উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের রাঙামাটি,রাজস্থলী, বান্দরবান সড়কে। এতে জলাবদ্ধ হয়ে রয়েছে দেড় শতাধিক দোকান ও বসতবাড়ি।