Breaking News
পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিবেদকঃ
বাগেরহাটের মোল্লারহাটে শেখ জিয়াদ আলী (২৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে মোংলার উপজেলার গাংনী ইউনিয়নের জয়খা এলাকার সড়ক সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত শেখ জিয়াদ আলী গাংনি ইউনিয়নের সারুলিয়া গ্রামের মোতালেব আলী শেখের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, জয়খা এলাকার সড়কের পাশের একটি পুকুর থেকে জিয়াদ আলী নামের ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলাহাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যাকান্ড না আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানতে পুলিশ কার্যক্রম শুরু করছে । এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।