প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে হাজির হয়েছেন প্রেমিকা। অথচ মাত্র দু'দিন আগেই প্রবাসির স্ত্রীর সঙ্গে পরকিয়া করে অনৈতিক কাজে ধরা খেয়ে ওই প্রেমিক আত্মগোপনে রয়েছেন।
জানা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের বাচ্চু গোবাইজার ছেলে জনি গোবাইজার (২৪) সঙ্গে উপজেলার তালমা ইউনিয়নের ধুৎরাহাটি গ্রামের মৃত রাজ্জাক শেখের মেয়ে জেসমিন আকতারের (১৯) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই সূত্র ধরে জেসমিন শুক্রবার (১২ মে) বিকালে জনির বাড়িতে আসেন এবং বিয়ের দাবিতে দুদিন ধরে সেখানেই অবস্থান করছেন।
রবিবার সাংবাদিকদের জেসমিন জানান, আমি ২০২০ সালে তালমা নাজিমুদ্দীন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। আমার বাবা নেই। আমরা তিন বোন দুই ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। জনির সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে। সে বিয়ের প্রতিশ্রতি দিয়ে আমাকে তাদের বাড়ীতে আসতে বলেছে। তাই আমি এখানে এসেছি। কিন্তু জনি এখন কোথায় আছে বলতে পারছি না। হয়তো তার পরিবারের লোকজন তাকে ভয় দেখিয়ে কোথাও লুকিয়ে রেখেছেন। আমি জনিকে বিয়ে করে সারা জীবন এই বাড়িতেই থাকতে চাই।
স্থানীয়রা জানান, জনির চারিত্রিক সমস্যা রয়েছে। বখাটে এই ছেলেটি একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। জনি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্ক করে ধরা খেয়ে দুই দিন আগে পালিয়েছে। এই খবর জানতে পেরে জনির আরেক প্রেমিকা বিয়ের দাবিতে তাদের বাড়িতে অবস্থান করছেন।