Breaking News
পদ্মা সেতুতে রেলপথ উদ্বোধন ও প্রধানমন্ত্রী জনসভা ঘিরে ফরিদপুরে সাজ সাজ রব

পদ্মা সেতুতে রেলপথ উদ্বোধন ও প্রধানমন্ত্রী জনসভা ঘিরে ফরিদপুরে সাজ সাজ রব

মাহবুব পিয়াল,ফরিদপুর:
পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের উদ্বোধন হতে যাচ্ছে আজ মঙ্গলবার। উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে জেলার ভাঙ্গা উপজেলায়। রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জ্বায় সাজছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া পদ্মা সেতু দিয়ে রেল চলাচলে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে বলে আশা করছেন ফরিদপুরবাসী।

পদ্মা সেতু দিয়ে ট্রেনচলাচলে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, এই রেল উদ্বোধনের মধ্যে দিয়ে এই অঞ্চলের প্রান্তিক জনগণের অর্থনৈতিক সহ সকল ধরনের উন্নয়ন সাধিত হবে এবং জীবনযাত্রার মানোন্নয়ন হবে। বিশেষ করে লাভবান হবে প্রান্তিক কৃষক। কৃষক তাদের যে উৎপাদিত ফসল সরাসরি এবং অল্প খরচে দেশের বিভিন্ন স্থানে পৌছে দিতে পারবে। তারা আগে ট্রাকে করে পাঠাতো। তাতে যানজটের কারনে অনেক সময় নষ্ট হয়ে যেত এবং ব্যয়বহন খরচ বেড়ে যেতো। ট্রেন চলাচলের পর তাদের ভাড়া কমে যাবে এবং সমস্ত কিছুর নিরসণ হবে।

পাশাপাশি ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিছিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আগমন ও নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দফায় দফায় বৈঠক করেছে। ভাঙ্গা এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ‘ঢাকা হেড কোয়ার্টারের পরিকল্পনা অনুযায়ী ও ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) দিকনির্দেশনায় আইনশৃঙ্খলাবাহিনী তাদের কার্যক্রম চালাচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সোচ্চার রয়েছে পুলিশ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন জানান, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ভাঙ্গায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।’

সাজসজ্জার অংশ হিসেবে সড়ক জুড়ে টাঙানো হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র ব্যনার ও ফেস্টুন। এছাড়াও বিভিন্ন পদধারী নেতাদের বড় বড় ব্যানার ও সরকারের উন্নয়নের চিত্র শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে, রাস্তার পাশের দেওয়াল ও গাছে গাছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ‘পদ্মা সেতু দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ট্রেন চলাচল উদ্বোধন একটি যুগান্তকারী পদক্ষেপ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণবঙ্গের উন্নয়নে কথা দিয়েছিলেন তিনি সেই কথা রেখেছেন। যার ফলশ্রুতিতে আগামী ১০ তারিখে তিনি পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এটা আসলে স্বপ্নের মতো। এ উপলক্ষে ফরিদপুরের সর্বস্তরের মানুষের মাঝে খুশির উৎসব দেখা যাচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে সকল কর্মকান্ড গ্রহণ করা হয়েছে। সেই লক্ষে সাজসজ্জ্বা, ব্যানার, ফেস্টুন, মঞ্চ, গেইট সহ যা যা করার দরকার তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এই জনসভা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।