Breaking News
নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।  শনিবার (১০ জুন) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
   
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, যুবদলের কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।  

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, আগামী ১৪ জুন তারুণ্য সমাবেশে বাধা দেওয়া হলে সমুচিত জবাব দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে আগামী ১৪ জুন চট্টগ্রামে বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে নোয়াখালী পৌর মার্কেট থেকে জেলা শহরে লিফলেট বিতরণ করে যুবদলের নেতাকর্মিরা।