Breaking News
নোয়াখালীতে একনলা বন্দুক-গুলি সহ গ্রেফতার ১

নোয়াখালীতে একনলা বন্দুক-গুলি সহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  
গ্রেফতার শফিকুল ইসলাম (৪৫) উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্দার মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের বদলকোট-দশঘরিয়া সড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।