Breaking News
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন ১০ ড্রেজার জব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন ১০ ড্রেজার জব্দ

শাহাদাত হোসেন সোহাগ, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই ও চেল্লাখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে স্যালু মেশিন দিয়ে চালিত ৮টি মিনি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার নয়াবিল ইউনিয়নের মন্ডলিয়াপাড়া মৌজায় ভোগাই নদীতে বালু উত্তোলনরত অবস্থায় ৭টি ও চেল্লাখালী নদীর বারমারী বুরুঙ্গা এলাকা থেকে আরও ১টিসহ মোট ৮টি মিনি ড্রেজার মেশিন জব্দ করে ভ্রাম্যমান আদালত। এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ীর সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।

তিনি জানান, চলতি বাংলা সনে ভোগাই ও চেল্লাখালী নদীর বালু মহাল ইজারা দেওয়া হলেও ডাককারী এখনো সমুদয় টাকা জমা দেননি। ইজারার টাকা বাকি থাকায় এখনও বালু মহাল ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়নি। তাই বালু মহাল বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কেউ বালু তুললে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও নিয়মিত মামলা দেওয়া হবে।