শাহাদাত হোসেন সোহাগ,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে গাঁজা সেবন করার অপরাধে ফারুক আহমেদ (৩৫) নামে এক সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামে টাস্কফোর্সের অভিযানে এই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দন্ডপ্রাপ্ত ফারুক আহমেদ ওই গ্রামের কাসেম আলী ফকিরের ছেলে। সুত্র জানায়, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নালিতাবাড়ী থানা পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় মন্ডলিয়াপাড়া গ্রামের ফারুক আহমেদ নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে অভিযুক্ত ফারুক আহমেদকে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ফারুক আহমেদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।